Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Noakhali District Health Department in Health Services
Image
Attachments

জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে স্বাস্থ্য খাতে নোয়াখালী জেলা ব্যাপক উন্নতি এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন লাইন, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের জন্য অক্সিজেন ব্যাংক স্থাপন, ভেন্টিলেটর সুবিধা সহ জেলা পর্যায়ে ১২০ বেডের কোভিড ডেডিকেটেড হাসপাতাল এবং উপজেলা পর্যায়ে সংরক্ষিত কোভিড বেড চালু রেখে সেবা প্রদানের মাধ্যমে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা একটি বড় সাফল্য। এছাড়াও নোয়াখালী জেলায় কোভিড-১৯ টিকাদানের হার ১ম ডোজ ৭৪% এবং ২য় ডোজ ৭২%। নোয়াখালী জেলাধীন ভাসানচরে আগত এফডিএমএন জনগোষ্টিকে নিরবিচ্ছিন্নভাবে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে ভাসানচরে আগত ১৮উর্দ্ধ এফডিএমএন জনগোষ্টিকে শতভাগ কোভিড টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। সেখানে চালু করা হয়েছে ইপিআই রুটিন টিকাদান কর্মসূচী। ভাসানচরে চালু আছে একটি ২০ শয্যা হাসপাতাল, যেখান থেকে আউটডোর, ইমার্জেন্সি ও ইনডোর সবা প্রদান করা হচ্ছে। এছাড়াও ২০ শয্যা ভাসানচর হাসপাতালে নিয়মিতভাবে স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান সেকশন করা হচ্ছে। নিয়মিতভাবে রোগীদের প্যাথলজিক্যাল, এক্স-রে, আল্ট্রসনোগ্রাফি সহ বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করা হচ্ছে। কোভিড-১৯ এবং যক্ষ্মার জীবাণু সনাক্তের জন্য জিন এক্সপার্ট মেশিন দ্বারা পরীক্ষা নীরিক্ষা চালু করা হয়েছে। ইতিমধ্যে চালু করা হয়েছে টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা। চালু আছে ২টি কমিউনিটি ক্লিনিক। নোয়াখালী জেলায় মাতৃমৃত্যু, শিশুমৃত্যু এবং ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার জাতীয় পর্যায়ের সাথে সাথে কমিয়ে আনা সম্ভব হয়েছে। মাতৃমৃত্যূ হ্রাসকরণের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে চালু করা হয়েছে ২৪/৭ ডেলিভারি সার্ভিস। ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে সিজারিয়ান সেকশন। ২০২১ সালে এইচএসএস স্কোরিংয়ে বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ বেডের এনএসইউ চালু করা হয়েছে। গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ৩০০টি কমিউনিটি ক্লিনিক যথাযথ জনবল ও পর্যাপ্ত ঔষধ দিয়ে কার্যকর ভাবে চালু রয়েছে, যা গ্রামীণ জনগণের স্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।